গণতন্ত্র বাঁচাতে পথে কংগ্রেস, আসানসোলে শুরু সই সংগ্রহ অভিযান

unitel
single balaji

আসানসোল:
আসানসোল পুরনিগমের ৫৪ ও ৫৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে ‘সই সংগ্রহ অভিযান’। এই অভিযানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওঠা ভোট চুরির অভিযোগের প্রতিবাদে নাগরিকদের সমর্থন জোগাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইতিমধ্যেই একাধিক সভা ও সফরে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। সেই ধারাবাহিকতাতেই আসানসোল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় স্তরে এই হস্তাক্ষর অভিযান শুরু করা হয়েছে, যাতে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

স্থানীয় কংগ্রেস নেতা শাহ আলম বলেন,

“কেন্দ্র সরকার ভোট চুরি করে রাজ্যে রাজ্যে জয়লাভ করছে। রাহুল গান্ধী দেশজুড়ে ভ্রমণ করে মানুষকে এই ভোট কারচুপির সত্যতা বোঝাচ্ছেন। তাঁরই সমর্থনে আমরা আসানসোলের কুমারপুর ও সংলগ্ন এলাকায় এই সঠিক সংগ্রহ অভিযান চালাচ্ছি।”

তিনি আরও বলেন, এই অভিযানের পর কংগ্রেস কর্মীরা বৃহত্তর গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন যাতে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা যায়।

সূত্র অনুযায়ী, আসানসোল শহরের অন্যান্য ওয়ার্ডেও এই ধরনের “সই অভিযান” আগামী সপ্তাহে চালানো হতে পারে। কংগ্রেস নেতৃত্বের দাবি, এবার রাস্তায় নামবে সাধারণ মানুষ, যারা মনে করছে দেশের গণতন্ত্র আজ বিপদের মুখে।

ghanty

Leave a comment