City Today News

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের অভিনব প্রতিবাদ!

দুর্গাপুর : পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস রাজ্যজুড়ে একটি শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি ঘোষণা করেছে। সকাল ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত দোকান ও বাজারের সামনে এই ধর্না কর্মসূচি পালন করা হয়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মেইনগেট ও কানিষ্কা বাজার এলাকায় প্রাক্তন জেলা সভাপতি এবং কংগ্রেস নেতা তারুণ রায়ের নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি নেতা রানা সরকার ও অসীম সাহা, দুর্গাপুর মন্ডল সেবা দলের সভাপতি অমল হালদার, দুর্গাপুর ০২ ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি রবিন চ্যাটার্জী (আইনজীবী) এবং যুব কংগ্রেসের নেতা অনুপম সাঁই ও সুভ্রত ঘোষ। কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

কংগ্রেস নেতা তারুণ রায় বলেন, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই প্রতিবাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে সচেতন করা যে কীভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের আসানসোল কুলটি এলাকায় অভিনবভাবে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস কর্মীরা। নিত্যমপুরের লিথুরিয়া রোডে সবজির মালা পরে ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ দেখান তারা। এই অভিনব প্রতিবাদ অনেকের মনোযোগ আকর্ষণ করেছে।

আসানসোল বাজার এলাকায় প্রসনজিৎ পুটুন্ডির নেতৃত্বে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিল শেষে আসানসোল সিটি বাস স্ট্যান্ডের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহ আলম, মোহাম্মদ সাব্বির সহ অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment