আসানসোল : সংবিধান দিবস উপলক্ষে আসানসোলে কংগ্রেস দলের উদ্যোগে সংবিধান রক্ষার দাবিতে বিক্ষোভ এবং শপথ গ্রহণের মতো একাধিক কর্মসূচি পালন করা হয়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে আসানসোলের ঘড়ি মোড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা হাতে সংবিধান বই ধরে তার রক্ষার শপথ নেন।
দেবেশ চক্রবর্তীর অভিযোগ:
দেবেশ চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “এই সরকার বারবার সংবিধানকে আঘাত করছে, কিন্তু কংগ্রেস তা কখনওই হতে দেবে না। ভারতের সংবিধান অটল থাকবে এবং এর সঙ্গে কোনও রকমের কারচুপি সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, “সংবিধানকে রক্ষা করা প্রতিটি ভারতীয় নাগরিকের দায়িত্ব। কংগ্রেস দল এই দায়িত্ব পালন করতে সর্বদা প্রস্তুত।”
সহ আলম ও প্রসেনজিৎ পোয়াতুণ্ডির নেতৃত্বে বিক্ষোভ
এই কর্মসূচির অধীনে কংগ্রেস নেতা সহ আলম এবং প্রসেনজিৎ পোয়াতুণ্ডির নেতৃত্বেও পৃথকভাবে বিক্ষোভ করা হয়। তারা মোদি সরকারের বিরুদ্ধে সংবিধান নিয়ে কারচুপি করার অভিযোগ তুলে প্রতিবাদ করেন।
সহ আলম বলেন, “রাহুল গান্ধী যেভাবে সংসদে দাঁড়িয়ে সংবিধান রক্ষার দাবি জানাচ্ছেন, কংগ্রেসের প্রতিটি কর্মী এবং নেতা তার এই লড়াইয়ে একসঙ্গে রয়েছেন।”
শপথ গ্রহণ এবং নারা:
বিক্ষোভকারীরা “সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও” এবং “ভারতের সংবিধান অমর থাকুক” স্লোগান দিয়ে পরিবেশকে মুখরিত করেন। সংবিধানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেন।
সংবিধান দিবসের বার্তা:
কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য সর্বদা লড়াই চালিয়ে যাবে। কংগ্রেস সাধারণ জনগণকে সংবিধান সম্পর্কে সচেতন হতে এবং এর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।