নিজস্ব সংবাদদাতা, সালানপুর: আর জি কর মেডিকেল কলেজে ঘটনাকে সামনে রেখে আজ সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ফাঁড়িতে সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ান (CITU) তরফে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এই স্মারকলিপিতে মূল দাবি জানানো হয়েছে আর জি কর মেডিকেল হাসপাতালে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে সেই অপরাধীকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একদল দুষ্কৃতী যা সারা রাজ্য জুড়ে দুষ্কৃতীমূলক কাজ করে চলেছে অবিলম্বে তাদের দমন করতে হবে এবং সারা রাজ্য জুড়ে নারী সুরক্ষা বৃদ্ধি করতে হবে।
রূপনারায়ণপুর এলাকায় পুলিশকে আরো সচেতন হতে হবে যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে।এছাড়াও আরো দাবি-দাওয়া নিয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়িতে।