নিজস্ব সংবাদদাতা, রানীগঞ্জ: বুধবার রানীগঞ্জ সিটিজেন ফোরাম আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করে। ফোরামের প্রতিনিধিরা রানীগঞ্জের বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। ফোরামের সভাপতি গৌতম ঘটক জানিয়েছেন, রানীগঞ্জের বিভিন্ন জায়গায় সরকারি জমিতে জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে, যা শহরের বাসিন্দাদের জন্য বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ভাঙাচোরা রাস্তা, দুর্ঘটনার প্রধান কারণ
রানীগঞ্জের অনেক জায়গায় রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ। শহরের ব্যস্ত এলাকায় যানবাহনের চলাচল অব্যাহত থাকায় ভাঙাচোরা রাস্তাগুলি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সিয়ার শোলের পাইকারি বাজারের ফুটপাতগুলি দখল হয়ে যাওয়ায় চলাচল সমস্যার সৃষ্টি হয়েছে।
টাউন হল এবং বাইপাসের দাবি
রানীগঞ্জ সিটিজেন ফোরাম রানীগঞ্জে একটি টাউন হলের দাবি জানিয়েছে। অন্যান্য জায়গায় সরকারি টাউন হল থাকলেও, রানীগঞ্জ এ ব্যাপারে এখনও পিছিয়ে রয়েছে। এছাড়াও, রাজার বাঁধ পুকুরের অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে, সেটিকে পুনরুদ্ধারের আবেদন জানানো হয়েছে। শহরের যানজট থেকে মুক্তি পেতে বাইপাস রাস্তাগুলির নির্মাণেরও দাবি জানিয়েছে ফোরাম।
মেয়রের আশ্বাস
মেয়র বিধান উপাধ্যায় ফোরামের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং সমস্যাগুলি সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।