City Today News

monika, grorius, rishi

চিরকুন্ডা পৌরসভার ২১টি ওয়ার্ডে পরিস্কার জল সরবরাহ, যুবনেতা অভিমন্যু কুমারের প্রশংসা

নিজস্ব সংবাদদাতা,চিরকুন্ডা: ভারতীয় মজদুর সংঘের ধানবাদ জেলার কো-মন্ত্রি এবং চিরকুন্ডা পৌরসভার নবনিযুক্ত ইনচার্জ অভিমন্যু কুমার চিরকুন্ডা পৌরসভার নির্বাহী আধিকারিক এবং সিটি ম্যানেজারের কাছে চিরকুন্ডা শহরের জল সরবরাহ প্রকল্পের জলের অতি ময়লাযুক্ত হওয়ার বিষয়ে কড়া অভিযোগ জানান। অভিমন্যু কুমারের অভিযোগের ভিত্তিতে চিরকুন্ডা পৌরসভার আধিকারিকরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেন। আজ, চিরকুন্ডা পৌরসভার ২১টি ওয়ার্ডের বাসিন্দারা পরিস্কার পানীয় জল পান। এর পর চিরকুন্ডার মানুষ যুবনেতা অভিমন্যু কুমার এবং চিরকুন্ডা পৌরসভার আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment