City Today News

monika, grorius, rishi

চিরকুন্ডায় পালস পোলিও প্রোগ্রামে অভিমন্যু কুমারের নেতৃত্বে জনসচেতনতা

নিজস্ব সংবাদদাতা, চিরকুন্ডা: চিরকুন্ডা মিউনিসিপাল কাউন্সিলের অধীনে হাউজিং কলোনিতে পালস পোলিও প্রোগ্রামে অংশগ্রহণ করার সময়, যুব নেতা অভিমন্যু কুমার চিরকুন্ডার সমস্ত মানুষকে এই প্রচারে উৎসাহিত হয়ে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, যত বেশি সংখ্যক শিশুদের পোলিও ড্রপ দেওয়া হবে, তত তাড়াতাড়ি এই মহামারীকে চিরকুন্ডা এবং সমগ্র দেশ থেকে নির্মূল করা যাবে।

পোলিও ড্রপ প্রোগ্রামের সরকারি কর্মী বেবি সিং শিশুদের পোলিও ড্রপ প্রদান করেন।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment