নিজস্ব সংবাদদাতা, তালডাঙ্গা: চিরকুন্ডা মন্ডলের নতুন সভাপতি হিসেবে অরবিন্দ সিনহাকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের পর তালডাঙ্গার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার বইছে।
ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত চিরকুন্ডা মন্ডল সভাপতি অরবিন্দ সিনহাকে চিরকুন্ডা পৌরসভার অন্তর্গত ওয়ার্ড নম্বর দুইয়ের কমিউনিটি হলে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিজেপি যুবনেতা অভিমন্যু কুমার তাকে মাল্যদান করে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন সভাপতিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকরা। এই বিশেষ অনুষ্ঠানকে ঘিরে চিরকুন্ডায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।