সালানপুর:
সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের চয়নপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার ১১২ ও ১১৩ নম্বর বুথের মানুষজনকে নিয়ে অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর সহ বিশিষ্ট ব্যক্তিরা।
💬 বিধান উপাধ্যায় এদিন বুথের মানুষদের সমস্যাগুলি মন দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন,
“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুথভিত্তিক উন্নয়নের জন্য প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। এই টাকার মাধ্যমে এলাকার ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন হবে।”
এদিন স্থানীয় মানুষজন রাস্তা মেরামত, পানীয় জলের সমস্যা, স্কুল ভবনের সংস্কার, এবং আলোকসজ্জার মতো একাধিক সমস্যা তুলে ধরেন। বিধায়ক তাঁদের সমস্যার বাস্তব সমাধান হবে বলে আশ্বস্ত করেন।
✨ অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে সরাসরি সংযোগ গড়ে উঠছে। প্রতিটি সমস্যার সমাধান হবে স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে।”
গ্রামবাসীদের মধ্যে কর্মসূচি ঘিরে ছিল প্রবল উৎসাহ ও আগ্রহ। অনেকেই জানালেন, এই ধরনের কর্মসূচির ফলে তাঁদের সমস্যাগুলি সরাসরি প্রশাসনের কানে পৌঁছাচ্ছে।