কে আগে যাবে তাই নিয়ে তুলকালাম! পানাগড়ে বাসে হামলা, অবরোধে স্তব্ধ রাস্তা

single balaji

পশ্চিম বর্ধমান, কাঁকসা:
কে আগে গন্তব্যে যাবে—এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল পানাগড় বাজার এলাকা। বুধবার সকালে পানাগড় বাজারের পুরাতন জাতীয় সড়কে গুরুদুয়ারা সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের উপর হামলার অভিযোগ উঠেছে একটি লরির চালক ও খালাসির বিরুদ্ধে। লোহার বস্তু দিয়ে আঘাত করে বাসের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এতে বাসের কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হন।

জানা গিয়েছে, বুধবার সকালে নবদ্বীপ থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী বাস পানাগড় বাজার এলাকায় প্রবেশ করার পর সামনে একটি লরি রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। এরপর কে আগে সেখান থেকে বেরোবে, তা নিয়েই বাসের খালাসি ও লরির খালাসির মধ্যে তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, লরির খালাসি একটি লোহার বস্তু দিয়ে বাসের কাঁচে আঘাত করলে কাঁচ ভেঙে যায়।

হঠাৎ এই ঘটনার জেরে বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা হুড়োহুড়ি করে বাস থেকে নেমে পড়েন। নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ বাসকর্মীরা পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে দেন। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং পানাগড় বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন পানাগড় বাজারের বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ মহল। পুলিশের হস্তক্ষেপে এবং স্থানীয় উদ্যোগে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। পরে পুলিশ বাসের যাত্রীদের পুনরায় বাসে তুলে গন্তব্যের উদ্দেশ্যে পাঠায়।

এ বিষয়ে সন্দীপ মহল জানান, যাত্রীবাহী বাস ও লরির চালক-খালাসিদের মধ্যে অশান্তির জেরেই এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, পানাগড় বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও কড়া নজরদারি প্রয়োজন। জনবসতি বাড়লেও রাস্তার সম্প্রসারণ না হওয়ায় পুরাতন জাতীয় সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে দাবি তুলেছেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করা হোক।

ghanty

Leave a comment