পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়—বার্নপুর স্টেশনের কাছে দোকানদারদের বিক্ষোভ

single balaji

পশ্চিম বর্ধমান | আসানসোল
বার্নপুর রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় আজ রেলের নির্দেশের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে শামিল হলেন স্থানীয় দোকানদার ও হকাররা। তাঁদের অভিযোগ, পুনর্বাসনের কোনও নিশ্চয়তা না দিয়েই রেলের পক্ষ থেকে তাঁদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও অন্যায়।

বিক্ষোভকারী ব্যবসায়ীদের দাবি, তাঁরা প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। বহু পরিবারের জীবিকা সম্পূর্ণভাবে এই ব্যবসার উপর নির্ভরশীল। হঠাৎ করে যদি তাঁদের সরিয়ে দেওয়া হয়, তাহলে তাঁরা কোথায় যাবেন, কীভাবে সংসার চালাবেন—এই প্রশ্নই এখন তাঁদের সামনে সবচেয়ে বড় উদ্বেগ।

দোকানদারদের বক্তব্য, সম্প্রতি রেলের আধিকারিকরা এসে জানিয়ে গিয়েছেন যে ৭ দিনের মধ্যে বাজার এলাকা খালি করতে হবে। কোনও বিকল্প জায়গা বা পুনর্বাসনের পরিকল্পনার কথা জানানো হয়নি। এর আগেও একাধিকবার রেলের বিভিন্ন নির্দেশে ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ।

এক বিক্ষোভকারী দোকানদার বলেন,
“আমরা কেউ আজকাল ব্যবসা শুরু করিনি। তিন দশকেরও বেশি সময় ধরে এখানে দোকান চালাচ্ছি। এখন হঠাৎ করে উচ্ছেদ করা হলে আমরা যাব কোথায়? পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বসব?”

বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না রেলের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, ততদিন তাঁরা কোনওভাবেই এলাকা ছাড়বেন না। হকার ও দোকানদাররা একজোট হয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনাকে কেন্দ্র করে বার্নপুর স্টেশন সংলগ্ন বাজার এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, নচেৎ আন্দোলন আরও তীব্র আকার নিতে পারে।

ghanty

Leave a comment