পশ্চিম বর্ধমানের বার্নপুর টাউনশিপের মুক্তা দল জংশনের কাছে আইএসপির জমিতে ওয়্যারহাউস শোরুম নির্মাণ ঘিরে উত্তেজনা চরমে। স্থানীয় বাসিন্দারা এই নির্মাণে বাধা সৃষ্টি করেছেন। তাদের দাবি, সেখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে, যেখানে প্রতি বছর গণেশ পূজার আয়োজন হয়।
মন্দির ধ্বংসের অভিযোগ, ক্ষোভে স্থানীয়রা
স্থানীয়দের অভিযোগ, আইএসকো (ISCO) ওই মন্দিরটি ভেঙে নতুন একটি মন্দির নির্মাণ করতে চায়। তবে বাসিন্দারা কোনও ভাবেই সেই প্রতিশ্রুতি মানতে নারাজ। তারা স্পষ্ট জানিয়েছেন, প্রথমে মন্দির নির্মাণ করতে হবে, তারপর অন্য কোনও কাজ করা যাবে।
নির্মাণ কাজ স্থগিত, আলোচনার দাবি
স্থানীয়দের অনড় অবস্থানের কারণে বুধবার আইএসকো কর্তৃপক্ষ নির্মাণ কাজ স্থগিত করে ফিরে যেতে বাধ্য হয়। মন্দির রক্ষার দাবিতে বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ চলতে দেওয়া হবে না।
উত্তেজনার পরিবেশ
প্রাচীন শিব মন্দির ভাঙার এই পরিকল্পনা ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাসিন্দারা বলেন, “মন্দির আমাদের আবেগের জায়গা। এটি শুধু পূজা-অর্চনার কেন্দ্র নয়, এলাকার ঐতিহ্য এবং বিশ্বাসের প্রতীক। আমরা মন্দির রক্ষা করব, যা-ই হোক না কেন।”
আইএসপির অবস্থান
আইএসপির তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সম্মতি নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। তবে তারা এখনো কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি। বাসিন্দারা সাফ জানিয়েছেন, প্রতিশ্রুতি নয়, আগে মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে।