আসানসোল, বার্নপুর: শুক্রবার বার্নপুরে ISPs সেলের সেফটি দফতরের সামনে স্থানীয় বেকার যুবক-যুবতীদের বিক্ষোভ চরমে ওঠে। চাকরির দাবিতে তারা দফতরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়।
🔹 স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের নিয়োগ! প্রতিবাদে ফুঁসছে বার্নপুর
বিক্ষোভকারীদের অভিযোগ, বার্নপুরের ISPs সেল আধুনিকীকরণের জন্য ১৫,০০০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু স্থানীয় বেকারদের উপেক্ষা করে বহিরাগতদের সুযোগ দেওয়া হচ্ছে। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছে বার্নপুরের যুব সমাজ।

🔹 ‘স্থায়ী নয়, অস্থায়ী হলেও চাকরি চাই’
বিক্ষোভকারীদের দাবি, স্কিলড ওয়ার্কার না হলেও অন্তত অস্থায়ী শ্রমিক হিসেবে স্থানীয় যুবক-যুবতীদের চাকরিতে রাখা হোক। তাদের মতে, স্থানীয় বাসিন্দারা যখন কাজের দাবিতে বেকারত্বের শিকার, তখন বহিরাগতদের নিয়োগ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
🔹 কর্তৃপক্ষের নীরবতা নিয়ে ক্ষোভ
বিক্ষোভ চলাকালীন ISPs সেলের শীর্ষ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি, যা বিক্ষোভকারীদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি করেছে।