গুরু গোবিন্দ সিং-জির ৩৫৯তম জন্মজয়ন্তীতে বার্নপুরে ভব্য নগর কীর্তন

single balaji

বার্নপুর / আসানসোল:
শিখ ধর্মের দশম গুরু, সাহিব-ই-কামাল শ্রী গুরু গোবিন্দ সিং জী মহারাজের ৩৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্নপুর গুরুদ্বারা সাহিব ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি ও উৎসাহের সঙ্গে পবিত্র প্রকাশ উৎসব পালন করা হয়। এই শুভ উপলক্ষে এক বর্ণাঢ্য ও ভব্য নগর কীর্তন অনুষ্ঠিত হয়, যা গোটা বার্নপুর এলাকাকে গুরু ভক্তির আবহে রাঙিয়ে তোলে।

নগর কীর্তনের সূচনা হয় গুরুদ্বারা সাহিব প্রাঙ্গণ থেকে। সুসজ্জিত বাহনে বিরাজমান শ্রী গুরু গ্রন্থ সাহিব জী–কে সামনে রেখে পঞ্জ পিয়ারেদের নেতৃত্বে শোভাযাত্রা এগিয়ে চলে। রাগী জথার গুরবাণী, শবদ-কীর্তন ও ‘ওয়াহেগুরু’ ধ্বনিতে চারদিক হয়ে ওঠে অপূর্ব ধর্মীয় পরিবেশে ভরপুর। শিখ সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের বহু সাধারণ মানুষও এই নগর কীর্তনে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার পথজুড়ে বিভিন্ন স্থানে লঙ্গর, প্রসাদ ও শরবত বিতরণ করা হয়। যুবসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি শৃঙ্খলা বজায় রেখে সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু, মহিলা ও প্রবীণদের মধ্যেও ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও আবেগ।

গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সদস্যরা জানান, গুরু গোবিন্দ সিং জীর জীবন ছিল সাহস, ত্যাগ, সাম্য ও মানবতার এক উজ্জ্বল আদর্শ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষাই ছিল তাঁর জীবনের মূল বার্তা। এই নগর কীর্তনের অন্যতম উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে গুরুজীর আদর্শ ও শিক্ষার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা।

অনুষ্ঠানকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়। দিনভর ‘ওয়াহেগুরু’ ধ্বনিতে মুখরিত থাকে গোটা বর্নপুর এলাকা, আর সমগ্র পরিবেশ হয়ে ওঠে সম্পূর্ণ আধ্যাত্মিক ও পবিত্র।

ghanty

Leave a comment