বার্নপুর ।
দুর্গাপূজা ও মহাবীর আখড়া উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে বার্নপুরের ভারতী ভবনে হীরাপুর থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থানার আওতাধীন ৯৪টি দুর্গাপূজা কমিটি এবং ১৮টি মহাবীর আখড়া কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় রাস্তা মেরামত, পূজা পারমিট, প্রতিমা বিসর্জন ব্যবস্থাপনা ও জনসাধারণের অসুবিধা এড়ানোসহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অগ্নি নির্বাপন দফতর প্যান্ডেলের উচ্চতা, প্রবেশ ও প্রস্থানপথের দৈর্ঘ্য-প্রস্থ এবং অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখার ব্যাপারে নির্দেশ দেয়। ট্রাফিক বিভাগ জানায়, পূজার সময় বহু জায়গায় নো-এন্ট্রি ও ওয়ান-ওয়ে ব্যবস্থা চালু থাকবে এবং সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত টোটো ও বাস পরিষেবা বন্ধ থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজা চলাকালীন ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে পোলো গ্রাউন্ড, ত্রিবেণী মোড়, রাজস্থান ক্লাব ও শাখা মাঠে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কারা ও এসিপি হীরাপুর ইপশিতা দত্ত। তাঁরা জানান, সিসিটিভি কভারেজ নিশ্চিত করতে হবে, বিসর্জন ঘাটে সমস্যা দ্রুত মেটাতে হবে এবং ডিজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
মহাবীর আখড়ায় ডিজে ও অস্ত্রশস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে, এমনকি প্রতীকী অস্ত্র বের করাও অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পুলিশ বাহিনীর ব্যস্ততার কারণে স্বেচ্ছাসেবক নিয়োগ করা প্রয়োজন।
বিশেষভাবে জানানো হয় যে পূজার মূর্তিগুলি খালি রাখা যাবে না এবং ডিসপ্লে বোর্ডে কোনও আপত্তিজনক বার্তা লেখা যাবে না।
প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় মানুষজন সন্তোষ প্রকাশ করেন। উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে এবার কড়াকড়ি বাড়ানো হবে বলে ইঙ্গিত মিলেছে।











