বিএসএফ জওয়ান রবি মাজির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সমস্ত ডাক্তারি প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা
রবি মাজির মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর নিজ গ্রাম দামরা কোঠিতে আনা হয়। বিএসএফ জওয়ানরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কাল্লা শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য
সেনা প্রথা অনুযায়ী, তাঁর শেষকৃত্য কাল্লা শ্মশানে সম্পন্ন হবে। বিএসএফ কর্তৃপক্ষ তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছে।

দেশ সেবায় নিবেদিতপ্রাণ ছিলেন রবি মাজি
রবি মাজি ২০১৬ সালে বিএসএফ-এ যোগদান করেন এবং নিজের কর্মজীবনে দেশ সেবায় নিবেদিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে বিএসএফ সহকর্মীরা গভীরভাবে শোকাহত।

পরিবারে শোকের ছায়া
রবি মাজি তাঁর বাবা তারা মাজি, স্ত্রী, আট বছরের পুত্র এবং দুই বোনকে রেখে গেছেন। পরিবারের সদস্যরা তাঁর এই অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।