✊ “ভয় নয়, প্রতিবাদ!” বারাকরে রাস্তার মাঝে তরুণীদের দৃষ্টান্তমূলক পদক্ষেপ

unitel
single balaji

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাকর ফাঁড়ির স্টেশন রোডে শনিবার সন্ধ্যায় মহিলাদের নিরাপত্তা ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে।

এক চারচাকা গাড়িতে থাকা ছয়জন যুবক স্কুটিতে যাত্রা করছিলেন এমন দুই তরুণীকে একাধিকবার হর্ন বাজিয়ে বিরক্ত করতে থাকেন, অশ্লীল মন্তব্য ও অশোভন ইঙ্গিত করেন। কিন্তু ভয় না পেয়ে ওই তরুণীরা রাস্তার মাঝখানে সাহসিকতার পরিচয় দিয়ে স্কুটিটি সেই গাড়ির সামনে দাঁড় করিয়ে প্রতিবাদ জানান।

দৃশ্যটি দেখে স্থানীয়রা জড়ো হয়ে পড়েন এবং তরুণীদের পাশে দাঁড়ান। জনতার মধ্যেই কেউ গাড়ির চাবি খুলে তরুণীদের হাতে তুলে দেন। এরপর ওই দুই তরুণী বারাকর ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে রাত সাড়ে নটার দিকে ছয় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি, অশোভন আচরণ ও নারীত্বে অপমান করার ধারায় মামলা রুজু হয়েছে।

এই সাহসিকতাপূর্ণ পদক্ষেপের কারণে এলাকায় তরুণীদের প্রশংসার জোয়ার বইছে। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাকে ঘিরে ‘নির্ভীক প্রতিবাদ’ বলে প্রশংসা করছেন সবাই।

ghanty

Leave a comment