বগড়া (পশ্চিমবঙ্গ): রবিবার বিজেপির প্রবীণ নেতা ও সাংসদ দিলীপ ঘোষ বগড়ার ঐতিহাসিক শ্মশান কালী মন্দিরে উপস্থিত হন। ‘সনাতনী এক মঞ্চ’–এর উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এই দিনে দিলীপ ঘোষ অভিযোগ করেন যে রাজ্যে সনাতনী (হিন্দু) সমাজের উপর ধারাবাহিকভাবে অন্যায় ও আক্রমণ চলছে। তিনি বলেন, “যদি এখনই হিন্দু সমাজ সংঘবদ্ধ না হয়, তবে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।” ঘোষ মানুষকে আহ্বান জানান সনাতনী এক মঞ্চের মতো সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে লড়াই করতে।
তিনি আরও বলেন, “আমাদের সংস্কৃতি, আচার ও ঐতিহ্য রক্ষার জন্য সংগঠিত হওয়াই একমাত্র উপায়। সংঘবদ্ধ সমাজকেই সম্মান করা হয়, বিভক্ত সমাজকে কেউ গুরুত্ব দেয় না।”
অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ, সংগঠনের কর্মী এবং বিজেপি সমর্থকরা উপস্থিত ছিলেন। মঞ্চ থেকে অন্যান্য বক্তারাও সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়োজনীয়তা এবং পরবর্তী প্রজন্মের কাছে সনাতনী ঐতিহ্য পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দির প্রাঙ্গণকে বিশেষভাবে সাজানো হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশের আবহ তৈরি করে।











