City Today News

monika, grorius, rishi

বার্ণপুর রিভারসাইডে রক্তদান শিবিরে প্রবল উৎসাহ, ৭০ জনের মহৎ অবদান!

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্ণপুর রিভারসাইড এলাকায় বিজয়পাল মেমোরিয়াল বি.এড কলেজ, প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং কলেজ এবং পি.এন. দাস ডি.এড কলেজের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে আসানসোল পৌরসভা চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি এবং কলেজের প্রিন্সিপাল সুপ্রিয়া দাস ও রক্তদান আন্দোলনের অন্যতম মুখ প্রবীর ধর উপস্থিত ছিলেন।

রক্তদাতাদের উৎসাহিত করার জন্য এই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কলেজের অনেক ছাত্রছাত্রী এই রক্তদান শিবিরে রক্তদান করেন, মোট প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে সকলের উৎসাহ ছিল দেখার মতো।

রক্তদান শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ এবং দায়বদ্ধতার এক বিরল মেলবন্ধন দেখা যায়। এই শিবিরের আয়োজন এক মহৎ উদ্যোগ, যা সমাজের প্রতি দায়িত্বশীলতা এবং মানবসেবার গুরুত্বকে তুলে ধরে।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment