আসানসোল। আজ আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে কুলটি বিধানসভার মণ্ডল ১ এলাকায় বরাকর প্রথম লজে অনুষ্ঠিত হলো বিজেপির “শুভ বিজয় সম্মেলন”।
বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রধান, দলের প্রবীণ নেতা এবং শতাধিক কর্মী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উপস্থিত ছিলেন।
ডা. অজয় পোদ্দার কর্মীদের হাতে পোশাক ও মিষ্টি তুলে দিয়ে জানালেন শুভেচ্ছা
কুলটি বিধানসভার জনপ্রিয় বিধায়ক ডা. অজয় পোদ্দার এদিন উপস্থিত কর্মীদের হাতে পোশাক ও মিষ্টি বিতরণ করে তাঁদের সম্মানিত করেন। একই সঙ্গে বিজয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন —
“বিজেপির প্রকৃত শক্তি আমাদের নিবেদিত কর্মীরা। তাঁদের একতা, পরিশ্রম আর সংগঠনের প্রতি ভালোবাসাই আমাদের বিজয়ের ভিত্তি।”
‘জয় মমতা’ স্লোগানে মুখরিত সম্মেলন প্রাঙ্গণ
সম্মেলন চলাকালীন “জয় মমতা”, “জয় ভারত” এবং “জয় বিজয়” স্লোগানে গোটা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে উপস্থিত কর্মীদের মুখে ছিল উচ্ছ্বাস ও গর্বের ছাপ।
ডা. পোদ্দার বলেন, “সংগঠনের প্রতিটি কর্মীই দলের চালিকা শক্তি। তাঁদের ঐক্যই আসন্ন নির্বাচনে বিজেপিকে আরও শক্তিশালী করবে।”
নারী ও যুব মোর্চার কর্মীদের সক্রিয় অংশগ্রহণ
এই বিজয় সম্মেলনে বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার সদস্যদের সক্রিয় উপস্থিতি নজর কাড়ে। তরুণ কর্মীদের অংশগ্রহণে সম্মেলনে দেখা যায় এক নতুন প্রাণচাঞ্চল্য। বক্তারা বলেন, “নতুন প্রজন্মই সংগঠনের ভবিষ্যৎ, তাঁদের উদ্যমে বিজেপি আরও এগিয়ে যাবে।”
ডা. পোদ্দারের বার্তা — “আগামী পঞ্চায়েত ভোটে কুলটি দেবে ঐক্যের বার্তা”
বিধায়ক পোদ্দার বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কুলটির মানুষ উন্নয়ন ও সুশাসনের পথে বিজেপির পাশে থাকবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, সেবা।”
তিনি আহ্বান জানান, “প্রতিটি কর্মী একজোট হয়ে কাজ করলে বিজেপি কুলটিতে নতুন ইতিহাস গড়বে।”