রাণীগঞ্জ, ৮ আগস্ট ২০২৫ —
পুলিশের নিষ্ক্রিয়তা ও বালু মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে আজ বিকেলে রাণীগঞ্জ থানা ঘেরাও করল ভারতীয় জনতা পার্টি। জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্যের নেতৃত্বে শতাধিক কর্মী থানার সামনে জড়ো হয়ে তীব্র স্লোগান ও ধর্নায় বসেন।
দেবতানু ভট্টাচার্যের অভিযোগ —
“পুলিশ প্রশাসন এখন আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে বালু মাফিয়াদের রক্ষা করতেই বেশি সক্রিয়। দামোদর নদঘাট থেকে রাণীগঞ্জ ঘাট ও আন্দাল নদিঘাট পর্যন্ত পুলিশ-মাফিয়া যোগসাজশে অবৈধভাবে বালু তোলা হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
তিনি আরও বলেন, অনেক পুলিশ অফিসার প্রকাশ্যে স্বীকার করছেন — ‘দিদির নির্দেশ ছাড়া অভিযান সম্ভব নয়’। তার মানে, স্থানীয় সমস্যা সমাধানে পুলিশ স্বাধীনভাবে কোনও পদক্ষেপ নিতে পারছে না, কেবল রাজনৈতিক নির্দেশেই কাজ করছে।
বিজেপি হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত বালু মাফিয়াদের দমন ও প্রশাসনিক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে থানা থেকে জেলা সদর, সেখান থেকে কলকাতা পর্যন্ত বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ বালু তোলায় নদীর পাড়ে বসবাসকারী গ্রামগুলো ভয়াবহ ভাঙন ও বন্যার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সরকারের কোটি কোটি টাকার রাজস্বও হারাচ্ছে।
রাণীগঞ্জের এই আন্দোলন প্রমাণ করছে যে বালু মাফিয়াদের ইস্যু এখন কেবল আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।











