City Today News

monika, grorius, rishi

দিলীপ ঘোষের তীব্র প্রতিবাদ: ‘এগিয়ে বাংলা’ কথার অর্থ কোথায়?

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুরে বিদ্যুৎ বিলের বৃদ্ধির বিরুদ্ধে BJP কর্মী ও সমর্থকরা প্রতিবাদ জানালেন। এই প্রতিবাদে উপস্থিত ছিলেন BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দুর্গাপুর পশ্চিমের BJP বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই এবং অন্যান্য কর্মী ও সমর্থকরা। তারা সন্তোষ ক্লাবের মাঠ থেকে একটি মিছিল নিয়ে বিধান নগরের WBSCDCL অফিসের সামনে এসে প্রতিবাদ করেন।

এখানে উপস্থিত দিলীপ ঘোষ বলেন, “আমরা তৃণমূলের স্লোগান শুনেছি ‘এগিয়ে বাংলা’। বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কি কেবল ‘এগিয়ে বাংলা’? দুর্নীতির ক্ষেত্রেও কি ‘এগিয়ে বাংলা’? কেটে নেওয়া অর্থের ক্ষেত্রেও কি ‘এগিয়ে বাংলা’? আমরা এমন ‘এগিয়ে বাংলা’ চাই না। তাই আমরা রাস্তায় নেমেছি। আজ, বাংলায় বিদ্যুৎ বিল সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। জিনিসপত্রের দামও এখানে সবচেয়ে বেশি।”

City Today News

ghanty
monika and rishi

Leave a comment