ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ, লাঠিচার্জ করে অবরোধ তুলে দিল পুলিশ

single balaji

সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইক আরোহী অশোক মাহাতো (বাসিন্দা—শ্রীরামপুর) ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দেন্দুয়া-কল্যাণেশ্বরী রোডে দ্রুতগামী একটি ট্রাক অশোকবাবুর মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা, অবরুদ্ধ রইল প্রধান সড়ক

এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে রাত থেকেই মৃতের পরিবার ও স্থানীয় মানুষজন দেন্দুয়া মোড়ে চিত্তরঞ্জন-আসানসোল প্রধান সড়ক সম্পূর্ণ অবরোধ করে দেন। টানা রাতভর এবং বুধবার সকাল পর্যন্ত চলে এই অবরোধ। ফলে আসানসোল-চিত্তরঞ্জন রোডে বিশাল যানজট সৃষ্টি হয়, কয়েক কিলোমিটার লম্বা গাড়ির সারি আটকে পড়ে।

অবরোধকারীদের দাবি ছিল—কমপক্ষে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের দুই সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে।

প্রশাসনের হস্তক্ষেপ, পুলিশের লাঠিচার্জ

ঘটনার খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষমেশ প্রশাসন বাধ্য হয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হলেও এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার আবহ বিরাজ করে।

এলাকায় তীব্র ক্ষোভ, বাড়ছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় নিয়মিতভাবে ট্রাকের বেপরোয়া দৌরাত্ম্য চলছে। প্রায়ই ঘটে দুর্ঘটনা, কিন্তু প্রশাসন চোখ বুজে থাকে। অশোক মাহাতোর মৃত্যুতে গোটা এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানুষ প্রশ্ন তুলছেন—প্রশাসন ও ট্রাফিক বিভাগ কবে সক্রিয় হবে?

ghanty

Leave a comment