নিজস্ব সংবাদদাতা : আসানসোল পৌরনিগমের ৪১ নং ওয়ার্ডের সুকান্ত ময়দানের কাছে ৪ নং বরোর অফিসের পেছনে অবস্থিত তালির বাড়ির উপর একটি বড় গাছ পড়ে যায়। সৌভাগ্যবশত, এতে কোনো প্রাণহানি বা সম্পত্তির বড় ক্ষতি হয়নি। ঘটনাস্থলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বরো নং ৪ এর চেয়ারম্যান তথা কাউন্সিলর রাজেশ তিওয়ারি ঘটনাস্থলে পৌঁছান এবং পৌরনিগমের সহায়তায় বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করেছেন। বর্তমানে, গাছের ডাল পড়ার ফলে টালির বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য কোনো বড় ক্ষতি হয়নি। বাড়ির লোকেরাও নিরাপদে আছেন। বরো চেয়ারম্যান জানান, গাছ পড়ার খবর পাওয়ার পরপরই পৌরনিগম ও বিদ্যুৎ বিভাগের লোকেরা সেখানে পৌঁছে পদক্ষেপ নিচ্ছেন।