ভাটপাড়া পৌরসভার জমি দুর্নীতি! বিজেপি নেতা অর্জুন সিংকে ফের তলব

single balaji

ব্যারাকপুর: ভাটপাড়া পৌরসভার জমি দুর্নীতি মামলায় আবারও বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করলো ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। আগামী ১৭ জানুয়ারি তাঁকে ডিডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অর্জুন সিং সরাসরি এই তদন্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন।

🔹 রাজনীতির বদলা, নাকি প্রকৃত তদন্ত?

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সরাসরি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন—
“মমতা ব্যানার্জির সরকারের কাছে কোনো কাজ নেই, তাই বিরোধীদের হয়রানি করতেই বারবার পুলিশি নোটিশ পাঠানো হচ্ছে। যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে, তাহলে এই মামলাটি ED, CBI-কে দিন। সত্যিটা সামনে আসবে।”

🔹 জমি দুর্নীতির অভিযোগ কী?

তদন্তকারী সংস্থা দাবি করেছে যে ২০১৬ সালে নির্মিত একটি বাড়ির পৌরসভা অনুমোদন ছিল অবৈধ এবং এখন সেটির তদন্ত শুরু হয়েছে। কিন্তু অর্জুন সিংয়ের পাল্টা অভিযোগ—
“২০১৮ সালে সিসি দেওয়ার পর এতদিন চুপ ছিল, এখন কেন তদন্ত হচ্ছে? পৌরসভার চেয়ারম্যান নিজের সই না করে তার ছেলে-মেয়েদের দিয়ে ফাইল পাস করাচ্ছে! কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে!”

🔹 ‘তৃণমূলের নেতারাই নিজেদের লোক খুন করছে’ – বিস্ফোরক অর্জুন!

অর্জুন সিং সরাসরি তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেন
“তৃণমূল নেতারা নিজেদের দলের নেতাদের খুন করছে। আজকেও মাদাতে এক তৃণমূল নেতা খুন হয়েছে। রাজ্যের হাসপাতালগুলোতে বিষাক্ত স্যালাইন, নকল ওষুধ চলছে, কিন্তু প্রশাসনের তাতে নজর নেই।”

📢 অর্জুন সিংয়ের হুঁশিয়ারি: রাজনৈতিক উদ্দেশ্যে তলব করলে আমি যাব না!

অর্জুন সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা হলে তিনি ডিডি অফিসে যাবেন না। তবে তিনি যদি সত্যিই দোষী হন, তাহলে তাঁকে আইনত দোষী সাব্যস্ত করুক কেন্দ্রীয় সংস্থা।

এখন প্রশ্ন উঠছে— এটি কি শুধুই রাজনৈতিক শিকার, নাকি সত্যিই কোনো বড় দুর্নীতির পর্দাফাঁস হতে চলেছে?

ghanty

Leave a comment