বাংলা এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল: রাহুল সিনহার বিস্ফোরক অভিযোগ

আসানসোল: আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা আসানসোল বিজেপি জেলা অফিসে সাংবাদিক সম্মেলনে বাংলার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলা এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা বাংলাকে ধ্বংসের পরিকল্পনা করছে।”

বাংলায় বেড়েছে জঙ্গি কার্যকলাপের আশঙ্কা

রাহুল সিনহা বলেন, “বাংলাদেশের সাথে যুক্ত ৮টি জেলায় বড় বিপদের আশঙ্কা রয়েছে। সম্প্রতি ৮ জন জঙ্গিকে আসাম পুলিশ গ্রেপ্তার করেছে, যাদের বেশিরভাগই বাংলার। তাদের উদ্দেশ্য ‘চিকেন নেক’ ধ্বংস করে ভারতের পূর্বাঞ্চলের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা।”

তিনি আরও বলেন, “যে রাজ্যে এত বড় ঘটনা ঘটলো, সেখানে বাংলার পুলিশ কী করছিল? এসব জঙ্গিরা এখানে এসে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করছে এবং অস্ত্র সঞ্চয় করছে। বাংলার পুলিশ সম্পূর্ণ অক্ষম। আজ বাংলা জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।”

বাংলাদেশ ও সাম্প্রদায়িক উত্থানের প্রসঙ্গ

রাহুল সিনহা অভিযোগ করেন যে, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের সময় রাজ্য সরকারের মন্ত্রীরা নীরব ছিলেন। ববি হাকিমের মতো নেতারা ইসলামী আধিপত্যের ভিত্তিতে এই রাজ্যের ভবিষ্যৎ দেখতে চান।”

ভুয়া নথিপত্র ও ভূমি মাফিয়াদের দৌরাত্ম্য

রাহুল সিনহার অভিযোগ, “ভুয়া পাসপোর্ট ও আধার কার্ডের একটি বড় নেটওয়ার্ক বাংলায় কাজ করছে। এছাড়া অবৈধ বালির ব্যবসা, পুকুর ভরাট করে জমি বিক্রি করা—এসব প্রকাশ্যেই চলছে। পুলিশ জানলেও কিছু করতে পারছে না। সবকিছু তৃণমূলের মাফিয়া পরিচালিত করছে।”

তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের রক্ত শোষণ করছে। এই দল ভেঙে দেওয়া উচিত।”

ghanty

Leave a comment