City Today News

পশ্চিমবঙ্গ উপনির্বাচনে প্রার্থীদের কোটিপতি ও অপরাধের মিল, ভোটারদের চিন্তা বৃদ্ধি!

আগামী ১৩ নভেম্বর কোচবিহার সিতাই (এসসি), হরোয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট (এসটি) কেন্দ্রগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) দ্বারা প্রদত্ত তথ্য অনুযায়ী, ৪২ জন প্রার্থীর মধ্যে ৪১ জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে।

তবে মাদারিহাটের (এসটি) একজন স্বাধীন প্রার্থী পঙ্কজ লোহার-এর হলফনামা সঠিকভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি বলে বিশ্লেষণ করা যায়নি।

গুরুতর অপরাধে অভিযুক্ত প্রার্থীরা: বিজেপির চার জন প্রার্থী, তৃণমূল কংগ্রেসের দুই জন এবং কংগ্রেসের একজন গুরুতর অপরাধের অভিযোগের মুখোমুখি। গুরুতর অপরাধে অন্তর্ভুক্ত রয়েছে এমন অপরাধ যেখানে সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের বেশি, জামিন অযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ, আর্থিক প্রতারণা ইত্যাদি অন্তর্ভুক্ত।

কোটিপতি প্রার্থীরা: বিশ্লেষণ অনুযায়ী, কংগ্রেসের তিনজন, বিজেপির দুইজন এবং তৃণমূল কংগ্রেসের দুইজন কোটিপতি প্রার্থী রয়েছেন। নৈহাটির তৃণমূল প্রার্থী সনাত দে সর্বাধিক সম্পত্তির অধিকারী। তার সম্পদের মোট মূল্য ৪৯ কোটি ৯৭ লক্ষ ৯১৪ টাকা। এরপর তালডাংরার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী ২৯ কোটি ৮৫ লক্ষ ৯২৮৭ টাকার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী শ্যামল কুমার ঘোষের সম্পদ মূল্য ১ কোটি ৬৯ লক্ষ ৪৩ হাজার ৬০ টাকা।

অন্যদিকে, সর্বনিম্ন সম্পদধারী প্রার্থী কোচবিহারের সিতাই (এসসি) কেন্দ্রের কামতাপুর পিপলস পার্টির (ইউনাইটেড) প্রার্থী কাশীকান্ত বর্মন, যার সম্পদের মূল্য মাত্র ৫,০০০ টাকা।

City Today News

ghanty
monika and rishi

Leave a comment