“উৎপাদনে যেন কোনোভাবেই ব্যাঘাত না ঘটে” — বিসিসিএল টেকনিক্যাল ডিরেক্টর
বারাকর | সংবাদদাতা: সঞ্জীব কুমার যাদব
বিসিসিএল চাঞ্চ-ভিক্টোরিয়া এরিয়া অফিসে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিসিসিএল-এর ডিরেক্টর (টেকনিক্যাল-BMP) মনোজ কুমার আগরওয়াল। দমাগোড়িয়া কোলিয়ারির প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান, আগরওয়াল সাহেব বিকেলে হঠাৎ এলাকা পরিদর্শনে এসে অঞ্চলের বিভিন্ন সমস্যার পর্যালোচনা করেন।
🏭 উৎপাদন টার্গেট পূরণে জোর, দমাগোড়িয়া ও দহিবাড়ি-সহ একাধিক কোলিয়ারিতে নির্দেশ
তিনি স্পষ্ট ভাষায় জানান, দমাগোড়িয়া, দহিবাড়ি-সহ একাধিক কোলিয়ারিতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করতেই হবে। কোনো অজুহাত বরদাস্ত করা হবে না। কর্মকর্তাদের সমস্যা শুনে তিনি বলেন, “যে প্রতিবন্ধকতা আসছে, বিশেষ করে কৃষি-ভিত্তিক জমি সংক্রান্ত সমস্যা, তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”
🤝 কয়লা ভবনের উচ্চপদস্থদের সঙ্গে হবে যৌথ বৈঠক
মনোজ আগরওয়াল জানান, বিসিসিএল হেডকোয়ার্টার ‘কয়লা ভবন’-এর আধিকারিকদের সঙ্গে যৌথ বৈঠক করে জমি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান করা হবে, যাতে কোনোভাবেই উৎপাদন প্রক্রিয়া ব্যাহত না হয়।
🔍 মাঠ পর্যায়ে সমস্যার সরেজমিনে পর্যালোচনা
অঞ্চলের সমস্যাগুলি সরাসরি শুনে আগরওয়াল আশ্বাস দেন যে প্রয়োজনে অতিরিক্ত সংস্থান, মেশিন বা কর্মী দিয়ে হলেও উৎপাদনে গতি ফিরবে। এর পাশাপাশি তিনি বলেন, “উৎপাদনই এখন অগ্রাধিকার, আর সেটা বাস্তবায়ন করতেই হবে।”