বরাকর, আসানসোল:
বেগুনিয়া বরাকর চেম্বার অব কমার্স ও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন যৌথ উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শিবির। এই শিবিরে ব্যবসায়ীদের সরকারি পরিষেবা সহজে পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
শিবিরে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আগত সমস্ত আধিকারিকদের পুষ্পগুচ্ছ প্রদান করে সংবর্ধনা জানান চেম্বারের সদস্যরা।
হোল্ডিং ট্যাক্স অফিসার প্রভাত ব্যানার্জির নেতৃত্বে কর্পোরেশনের বহু কর্মচারী উপস্থিত ছিলেন।
🌿 কর ছাড় ও ট্রেড লাইসেন্সে বিশেষ সুবিধা
২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও ১, ৩ ও ৫ বছরের ট্রেড লাইসেন্স নবীকরণ ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এতে ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছেন।
শঙ্কর শর্মা জানান, “চেম্বার ও কর্পোরেশনের সম্মিলিত প্রয়াসে এমন একটি শিবির ব্যবসায়ীদের জন্য আশীর্বাদস্বরূপ।” তিনি আরও বলেন, “শত শত ব্যবসায়ী তাঁদের বকেয়া কর সহজে পরিশোধ করতে পেরেছেন।”
🎉 উপস্থিত বিশিষ্টজন
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — শঙ্কর শর্মা, বাবু কার, চরণ সিং গান্ধী, কল্যাণ মাখারিয়া, রামরতন সিংহানিয়া, অজয় সিংহানিয়া, বিনোদ আগরওয়াল, সুরেশ আগরওয়াল, বিজয় আগরওয়াল ও অরিন্দম রক্ষিত প্রমুখ।