আসানসোল, ১৩ জুলাই ২০২৫ | বিশেষ প্রতিবেদন
শনিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ি এলাকার স্টেশন রোডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনা। অভিযোগ, স্কুটিতে যাতায়াতরত দুই যুবতীর পিছু নিয়ে একটি চারচাকা গাড়িতে থাকা ছয় যুবক বারবার হর্ন বাজিয়ে বিরক্ত করতে থাকে। শুধু তাই নয়, তারা যুবতীদের উদ্দেশে অশ্লীল ভাষায় কথা বলে, অশোভন ইঙ্গিত দেয় এবং দুর্ব্যবহার করে।
তবে আশ্চর্যের বিষয়, ভয়ে না গিয়ে ওই দুই সাহসী যুবতী তাদের স্কুটি গাড়ির সামনে থামিয়ে স্পষ্টভাবে প্রতিবাদ জানায়। মুহূর্তেই ঘটনাস্থলে স্থানীয় মানুষজন জড়ো হয়ে যান এবং অভিযুক্তদের গাড়ির চাবি কেড়ে নিয়ে সেই চাবি যুবতীদের হাতে তুলে দেন।
পরে যুবতীরা সেই গাড়ির চাবি বরাকর ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এবং লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং শনিবার রাত সাড়ে ৯টার সময় ছয় অভিযুক্তকেই গ্রেপ্তার করে।