বরাকরে মা মনসাদেবীর পূজায় মন্ত্রী মলয় ঘটক, জনসমাগমে উৎসবমুখর পরিবেশ

single balaji

বরাকরঃ হনুমান চড়াইয়ের হনুমান মন্দিরের পেছনের মাঠে এবছরও আড়ম্বরের সঙ্গে পালিত হলো মা মনসাদেবীর ৩৪ তম বার্ষিক পূজা উৎসব। পাঁচ দিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে গোটা বরাকরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। তপশিলি কমিটির উদ্যোগে আয়োজিত এই পূজা ও মেলায় হাজারো মানুষের ঢল নামে।

উদ্বোধন করলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক
উৎসবের শুভ সূচনা করেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। মঞ্চে শুরু হয় ভক্তিগীতি, সঙ্গীতানুষ্ঠান ও নৃত্য পরিবেশনা। পাঁচ দিনব্যাপী চলা এই ধর্মীয় উৎসবে প্রতিদিন অনুষ্ঠিত হয় বিশেষ পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থানীয় শিশুদের হাতে রঙ, সুর আর নৃত্যের ঝলক
চিত্রাঙ্কন, নৃত্য, সঙ্গীত—স্থানীয় শিশুদের হাতেই যেন প্রাণ পেল সাংস্কৃতিক আসর। পাঁচ দিনের অনুষ্ঠান জুড়ে প্রতিদিন জমে উঠেছে ছোটদের নাচ-গান। মাঠে বসেছে মেলা, যেখানে খেলনা, খাবার ও বিভিন্ন স্টলে মানুষের ভিড় উপচে পড়ে।

পূজা করালেন কল্যাণ চক্রবর্তী, প্রতিমা গড়লেন আস্তিক ধীবর
পূজার পূজার্চনা সম্পন্ন করান পুরোহিত কল্যাণ চক্রবর্তী, আর মা মনসার আকর্ষণীয় প্রতিমা গড়েছেন শিল্পী আস্তিক ধীবর

মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের নেতাদের উপস্থিতি
গতরাতে রাজ্যের মন্ত্রী ও আসানসোলের বিধায়ক মলয় ঘটক পূজা মণ্ডপে উপস্থিত থেকে পূজা দেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন পাপ্পু সিংহ, রবিন লায়েক, কাজল সরকার, মনোজ আগরওয়াল, দুলাল চক্রবর্তী ও সুব্রত ভাদুড়ি প্রমুখ।

বাউরি সমাজের উষ্ণ অভ্যর্থনা
মন্ত্রী মলয় ঘটককে বরণ করে নেন এসটিএসি’র গণেশ বাউরি, মহাসচিব রাম বাউরি, সভাপতি রবিসেন বাউরি, সম্পাদক সজল বাউরি, বরাকর বাউরি সমাজের বিক্রম বাউরি, তরুণ ও উত্তম বাউরি প্রমুখ। স্থানীয়রা জানান, এই উৎসব বরাকরের সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।

ghanty

Leave a comment