আইএনটিইউসি প্রতিষ্ঠাতা জওহর সিং আর নেই – শ্রমিক ও রাজনৈতিক মহলে শোক

single balaji

বরাকর নীমকানালি রোডের বাসিন্দা, কংগ্রেস নেতা ও কোলিয়ারি মজদুর ইউনিয়ন (আইএনটিইউসি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা জওহর সিং সোমবার গভীর রাতে দীর্ঘ অসুস্থতার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে বারাকার রাজনৈতিক ও শ্রমিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বরাকর নদীতীরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য যে, সুবাষ সিং পশ্চিমবঙ্গ জেডিইউ-এর রাজ্য সাধারণ সম্পাদক এবং জনতা মজদুর সংঘের কেন্দ্রীয় কমিটির মন্ত্রী, আর প্রয়াত জওহর সিং-এর ছোট ছেলে বিভাস সিং বিজেপির সিনিয়র নেতা। ফলে এক পরিবারের বিভিন্ন রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও জওহর সিং-এর প্রয়াণে সকলে একত্রিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, জওহর সিং ছিলেন শ্রমিকদের অধিকারের এক নিবেদিত সৈনিক। তাঁর নেতৃত্বে বহু আন্দোলন হয়েছে এবং তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় অবিচল ছিলেন। শ্রমিক সংগঠন তাঁকে “মজদুরদের সত্যিকারের বন্ধু” বলে অভিহিত করে শ্রদ্ধা জানিয়েছে।

ghanty

Leave a comment