বরাকর স্বাধীনতা দিবসে তেরঙ্গার আবেগ, দেশপ্রেমে ভাসল শহর

single balaji

বরাকর (রিপোর্ট: সঞ্জীব কুমার যাদব):
৭৯তম স্বাধীনতা দিবসের প্রভাতে তেরঙ্গার রঙে রঙিন হয়ে উঠল গোটা বরাকর শহর। বিভিন্ন স্কুল, সমাজসেবী সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেশপ্রেমের আবহ ছড়িয়ে পড়ে চারিদিকে।

বরাকর হাসপাতাল রোডে অবস্থিত মাদার মেরিজ হাই স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন বরাকর আরপিএফ থানার ইনস্পেক্টর ইনচার্জ হাওয়ান সিং জাখড়। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন—

“যে কোনও প্রতিষ্ঠানের আসল ভিত্তি তার শৃঙ্খলা। এই স্কুলে এসে আমি সেই শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত দেখলাম।”

অন্যদিকে, বরাকর চেম্বার অফ কমার্স-এর সভাপতি শিবকুমার আগরওয়াল বক্তব্য রাখতে গিয়ে দেশবাসীকে আহ্বান জানান—

“আজ দেশের সামনে বিদেশি শক্তির নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেই শক্তিকে মোকাবিলা করতে হলে আমাদের স্বদেশীকরণকেই এগিয়ে নিতে হবে। ভারতীয় পণ্য ব্যবহার করুন, দেশকে আরও শক্তিশালী করুন।”

এদিন স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান—দেশাত্মবোধক গান, নৃত্য ও দেশপ্রেমে ভরপুর নাট্যাভিনয় যা উপস্থিত দর্শকদের আবেগে ভাসিয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি প্রশান্ত আগরওয়াল, সম্পাদক উৎসব দুদানি, প্রধান শিক্ষক পূর্নেন্দু সার্কেল সহ বহু অভিভাবক।

শুধু এখানেই নয়, বরাকর আদর্শ বিদ্যালয়, শ্রী মারোয়ারি বিদ্যালয়, বরাকর পিঞ্জরাপোল সোসাইটি, বরাকর চেম্বার অফ কমার্স অফিস, বরাকর পোস্ট অফিস এবং বিভিন্ন ব্যাংক-এও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় হয়ে ওঠে।

শহরজুড়ে তেরঙ্গার ছোঁয়া যেন সকলকে এক সুরে গাইতে শিখিয়েছে—“এক সুরে এক তান, আমার ভারত মহান।”

ghanty

Leave a comment