• nagaland state lotteries dear

বরাকরে ব্যবসায়ীদের জন্য বড় সুখবর! হোল্ডিং ট্যাক্সে ১০% ছাড়

✍🏻 প্রতিবেদন: সঞ্জীব কুমার যাদব, বরাকর, (পশ্চিম বর্ধমান):

শহরের কল্যাণেশ্বরী রোড সংলগ্ন অগ্রসেন ভবনে বৃহস্পতিবার থেকে শুরু হল বরাকর চেম্বার অফ কমার্স এবং আসানসোল পৌরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স শিবির।

এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ট্রেড লাইসেন্স আধিকারিক প্রভাত ব্যানার্জি, কুলটি বরো অফিসের আধিকারিকগণ হাবু হেনা আখতার আলম, আদিত্য দেবঘরিয়া, বেণীমাধব চ্যাটার্জি, পানমতী হেমব্রম, সৌরভ মুখার্জি, বাপ্পা আচার্য, অনুজ কেশরী প্রমুখ।

বরাকর চেম্বার অফ কমার্সের সভাপতি শিবকুমার আগরওয়াল জানান,

“ব্যবসায়ীদের সুবিধার্থে এই শিবিরের আয়োজন করা হয়েছে। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের হোল্ডিং ট্যাক্সে ১০% ছাড়ের পাশাপাশি ৩ ও ৫ বছরের ট্রেড লাইসেন্স নেওয়ার সুযোগ থাকছে।”

শিবিরে এসে ডেপুটি মেয়র ওয়াসিম উল হক-কে চেম্বারের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক কৃষ্ণা দুধান, সহ-সভাপতি বালমুকুন্দ আগরওয়াল, অর্জুন আগরওয়াল, দিলীপ কেডিয়া, সুবাস Jalan, মিঠু সুলতানিয়া, মিঠু মাধোগাড়িয়া, রমেশ্বর भगत এবং শহরের বহু বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

চেম্বারের এক সদস্য জানান,

“এমন ক্যাম্পের ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের লাইসেন্স ও ট্যাক্স সংক্রান্ত ঝামেলা অনেকটাই কমবে। পৌরনিগম ও চেম্বারের সহযোগিতায় আরও এধরনের ক্যাম্প হোক এটাই চাওয়া।”

ghanty

Leave a comment