বরাকরে হিন্দি পক্ষের নয়া উদ্যোগ: স্কুল ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা মাতাল শহর

single balaji

বরাকর, নিজস্ব সংবাদদাতা: হিন্দি ভাষার প্রতি নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিসিসিএল সিভি এরিয়ার উদ্যোগে বরাকরের কল্যাণকারি রোডে অবস্থিত শ্রী মারোয়ারি বিদ্যালয়ে আয়োজন করা হয় এক বিশেষ হিন্দি রচনা প্রতিযোগিতার। হিন্দি পক্ষের এই কর্মসূচির মাধ্যমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৬৫ জন ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই মহান শিক্ষাবিদ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শুরু হয় প্রতিযোগিতা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতায় ছাত্রছাত্রীরা “হিন্দি ভাষা ও তার বিস্তার” শীর্ষক বিভিন্ন বিষয়ের ওপর রচনা লেখে।

উপস্থিত ছিলেন বিসিসিএল-এর টি এস ২ জিএম ভাস্কর চ্যাটার্জি, এরিয়া পার্সোনাল ম্যানেজার এস গোস্বামী, মেডিক্যাল অফিসার ড. এ কে ঝা, হিন্দি প্রভারি রাজেন্দ্র কুমার। বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল সভাপতি পাপ্পু সিং, টিআইসি দীপিকা রায়, পিআইই জিতেশ সিং, চন্দন ঝা এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সন্দীপ মুখার্জি, সঞ্জীব দাস, জয়নন্দ্র পাণ্ডে, চৈতালি চৌধুরী, অভিজিৎ ভগত, অর্চনা গুপ্তা, রাজেন্দ্র ভগত প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, হিন্দি পক্ষ উপলক্ষে এই রচনা প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে শুধু হিন্দি ভাষার প্রতি আগ্রহ বাড়িয়েই তুলছে না, পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতাও প্রকাশ করছে। হিন্দি ভাষার ব্যাপক প্রসার ও নতুন চেতনা সৃষ্টিতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিসিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, রচনা প্রতিযোগিতায় উৎকৃষ্ট পারফরম্যান্স করা ছাত্রছাত্রীদের আগামী ২৫ তারিখে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান ও সম্মানিত করা হবে।

ghanty

Leave a comment