[metaslider id="6053"]

বরাকরের আদি সেবিকার বিদায়: গুরুদ্বারা সভাপতির মা রণজিৎ কৌরের প্রয়াণে শোকের ছায়া

বরাকর গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি জোগিন্দর সিংয়ের মা রণজিৎ কৌর (বয়স ৯৫) বৃহস্পতিবার সন্ধ্যায় হানুমান চড়াই, বরাকরে অবস্থিত নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র—দর্শন সিং ও জোগিন্দর সিংসহ পূর্ণ পরিবার রেখে গেছেন।

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ ও ঝাড়খণ্ডের বিভিন্ন গুরুদ্বারা কমিটির সদস্যরা তার বাসভবনে ছুটে এসে শ্রদ্ধা নিবেদন ও শোকপ্রকাশ করেন। সকলেই তাকে সমাজসেবায় নিয়োজিত এক স্নেহময়ী ও দৃঢ়চেতা মহিলা হিসেবে স্মরণ করেন।

শুক্রবার সকালে বরাকর নদীর তীরে শ্মশানঘাটে শিখ ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে তার দাহক্রিয়া সম্পন্ন হয়। শোকাহত পরিবার ও এলাকাবাসী জানান, রণজিৎ কৌরের জীবনযাপন ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে।

ghanty

Leave a comment