সঞ্জীব যাদব, বারাকার:
বারাকর বেগুনিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী সর্বজনীন কালীপুজো ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় ধর্মীয় আবহে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়।
প্রতি বছরই বেগুনিয়া বারাকর ব্যবসায়ী সমিতি মূল সড়কের ধারে বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই কালীপুজো উদযাপন করে থাকে। স্থানীয়ভাবে এটি পরিচিত ‘বড় কালীপুজো’ নামে। এবারে এই পুজোর ৭৩তম বছর উদযাপিত হচ্ছে।
পুজো কমিটির সভাপতি রামমোহন ভর, সহ-সভাপতি শঙ্কর শর্মা ও অনূপ সিংহানিয়া, সম্পাদক শ্রীরাম সিংহ, সহ-সম্পাদক এস. কুণ্ডু, এবং কোষাধ্যক্ষ সীতারাম আগরওয়াল ও রবি দে।
ভব্য প্যান্ডেলটির উদ্বোধন করেন ডিসিপি (ওয়েস্ট) সান্দীপ কর্রা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এসিপি (কুলটি) জে. হুসেন, কুলটি থানার ওসি কৃষ্ণেন্দু দত্ত, এবং বারাকর ফাঁড়ির ওসি সুকান্ত দাস।
কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কালোল দত্ত, চরণ সিং গান্ধী, তপন লাহা, রিংকু সিংহ, বিনয় যাদব, বুবাই ঘোষ ও রামবাবু ধর।
বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন পাপ্পু সিংহ ও সুব্রত ভাদুড়ী, যারা বিশেষভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মাহাত্ম্য বৃদ্ধি করেন।

কমিটির সহ-সভাপতি শঙ্কর শর্মা বলেন,
“এটি বারাকর ও আশপাশের অঞ্চলের সবচেয়ে বড় কালীপুজো। বহু বছর ধরে আমরা সমিতির সদস্য ও এলাকার মানুষের সহযোগিতায় এই পুজো অব্যাহতভাবে করে আসছি। মা কালী প্রতি মানুষের এমন অটল বিশ্বাস ও ভক্তি রয়েছে যে, এত ভিড় সত্ত্বেও কোনও বাধা-বিঘ্ন ছাড়াই পুজো সম্পন্ন হয়।”
তিনি আরও জানান, দীপাবলির পরের দিন প্যান্ডেলে ভক্তদের এমন ভিড় হয় যে, প্রধান সড়ক থেকে মণ্ডপ পর্যন্ত পৌঁছতে অনেক সময় লাগে। তবু মানুষের অদম্য বিশ্বাস এই পুজোকে প্রতিবছর আরও বড় ও জনপ্রিয় করে তুলছে।
এ বছর প্যান্ডেলের সৌন্দর্য, আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মন কেড়েছে। পুরো বাজার এলাকা জুড়ে ঢাকের বাদ্য, আলোর ঝলকানি ও ‘জয় মা কালী’-র ধ্বনি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে।
পুজোর সাফল্যের পেছনে কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীদের অবদান প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।












