বারাবনিতে SIR প্রক্রিয়ার ঝড়! ১০০০ ভোটারের মধ্যে ৯৫০ জন ফর্ম জমা—MLA-র নজরদারি

single balaji

বৃহস্পতিবার বারাবনি বিধায়ক ও আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় হঠাৎ পরিদর্শনে পৌঁছে যান মহাশা মোড় গ্রামে। সেখানে তিনি SIR (Special Summary Revision) প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখেন এবং কর্মকর্তাদের পাশাপাশি কর্মী ও সাধারণ মানুষের কাছ থেকেও পুরো অভিযানের আপডেট নেন। তাঁর সফর ঘিরে এলাকায় উৎসাহ ও আলোচনার ঝড় ওঠে।

১০০০ ভোটারের মধ্যে ৯৫০ জন ফর্ম জমা—বারাবনিতে রেকর্ড!

মেয়র বিধান উপাধ্যায় জানান, এই এলাকায় মোট প্রায় ১০০০ জন ভোটার আছেন। এর মধ্যে ৯৫০ জন ইতিমধ্যেই SIR ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, আর বাকি ৫০ জনের কাজ দ্রুত শেষ করার প্রক্রিয়া চলছে।
এটি বারাবনিতে ভোটার তালিকা সংশোধন অভিযানের সবচেয়ে সফল রেসপন্স বলে দাবি স্থানীয় প্রশাসনের।

বহুস্থানে সাহায্য শিবির—ভোটারদের পাশে কর্মীরা

মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন, সেই কারণে বিভিন্ন স্থানে সাহায্য শিবির খোলা হয়েছে। কর্মীরা সেখানে—

  • ফর্ম পূরণে সাহায্য,
  • কাগজপত্র যাচাই,
  • পুরনো তথ্য সংশোধন,
  • নতুন ভোটারের নাম সংযোজন

এসব কাজ করছেন নিরন্তর।

BLO-দের দরজায় দরজায় যোগাযোগ—কেউ বাদ যাবে না

বিধায়ক বলেন, বারাবনি বিধানসভার BLO কর্মকর্তারা অত্যন্ত সক্রিয়। তাঁরা প্রতিটি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন যাতে—

  • কোনও যোগ্য ভোটার বাদ না যায়,
  • ভুল তথ্য সংশোধন হয়,
  • নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা যায়।

নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুরো প্রক্রিয়া স্বচ্ছ, নির্ভুল ও নিয়মবদ্ধভাবে চলছে বলে তিনি জানান।

গ্রামবাসীরা তুলে ধরলেন সমস্যা—মেয়রের আশ্বাস

পরিদর্শনের সময় গ্রামবাসীরা মেয়রের সঙ্গে দেখা করে—

  • রাস্তার অবস্থা,
  • স্ট্রিট লাইটের সমস্যা,
  • পানীয় জলের অনিয়মিত সরবরাহ

সহ নানা ইস্যু তুলে ধরেন।
মেয়র আশ্বাস দেন, সব অভিযোগই অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে

আগামী সপ্তাহেই ১০০% টার্গেট—উচ্ছ্বসিত প্রশাসন

সূত্রের খবর, আগামী ৫–৭ দিনের মধ্যেই বারাবনির পুরো SIR প্রক্রিয়া ১০০% সম্পূর্ণ হয়ে যাবে।
প্রশাসন বলছে, এবারের উদ্যোগ বারাবনির ইতিহাসে সবচেয়ে কার্যকর ভোটার সংশোধন অভিযান হয়ে থাকবে।

ghanty

Leave a comment