বারাবনি: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পানুরিয়া হাটতলা থেকে বাদরা ডি পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। আজ আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে সালানপুরগামী রাস্তার দুরবস্থা থেকে মুক্তি পাবেন হাজারো বাসিন্দা।
🚧 উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে বারাবনি!

🔸 ৫.৩২ কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা তৈরির কাজ শুরু।
🔸 পশ্চিমবঙ্গ সরকারের WBSRDA সংস্থা এই প্রকল্পের অর্থ বহন করছে।
🔸 রাস্তা নির্মাণ সম্পন্ন হলে যানবাহন চলাচল হবে আরও সহজ ও নিরাপদ।

🔹 শিলান্যাস অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি!
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
✔ বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং
✔ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য মালা বাউরি
✔ বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি
✔ পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং
✔ জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত
✔ এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন।

🚀 রাস্তাঘাট উন্নয়নে সরকারের অঙ্গীকার!

🔹 এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা পুনর্নির্মাণ করা।
🔹 বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, “সরকার সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে। উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
🔹 স্থানীয়রা জানান, এই রাস্তা খারাপ থাকার কারণে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। নতুন রাস্তা হলে স্কুল, বাজার ও হাসপাতাল যাওয়া অনেক সহজ হবে।