বারাবনি: নুনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাঁদা পাথর গ্রামে আজ প্রচেষ্টা সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থার উদ্যোগে ৫৫ জন গরিব পুরুষ ও মহিলার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল।
মানবিক প্রচেষ্টায় ‘প্রচেষ্টা’র উদ্যোগ
সামাজিক কাজে সর্বদা সক্রিয় প্রচেষ্টা সংস্থা এবার এগিয়ে এল শীতের প্রকোপে কষ্টে থাকা মানুষদের পাশে। সংস্থার অন্যতম সদস্যা শিখা হাজরা জানান, “কিছুদিন আগে আমরা এই গ্রামে এসেছিলাম। তখনই সিদ্ধান্ত নিই শীতের জন্য দরিদ্র মানুষদের উষ্ণ পোশাক দেওয়া হবে।”
অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত
এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য শিখা হাজরা, মৌসুমী চ্যাটার্জী, অর্চনা তিওয়ারি এবং সোমা দাশগুপ্ত। এদিন ৫৫ জন গ্রামের অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয়। শীতের কামড়ে কষ্ট পেতে থাকা মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মানবিক দৃষ্টিভঙ্গি
প্রচেষ্টা সংস্থার লক্ষ্য, বছরের বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। গ্রামের মানুষজন এই শীতবস্ত্র পেয়ে সংস্থাকে ধন্যবাদ জানান এবং আরও এমন উদ্যোগের আশা প্রকাশ করেন।