বারাবনি : আজ বারাবনি থানার পক্ষ থেকে ৩১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন, তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার হেডের বারাবনি ও হিরাপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শ্রীমতি ঈপ্সিতা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন হিরাপুর বার্ন পুরের সার্কেল ইন্সপেক্টর অশোক মহাপাত্র সিনহা, বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জী, এবং SI শোভন সাহা, PSI জিন্নাত আনসারী ম্যাডাম ও PSI বিক্রম রায়।
![Screenshot 2024-12-14 143803 Screenshot 2024 12 14 143803](https://citytodaynews.com/wp-content/uploads/2024/12/Screenshot-2024-12-14-143803.png)
এই উদ্যোগে ৩১ জন উপভোক্তা অত্যন্ত খুশি হয়েছেন, যারা তাঁদের হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন। বারাবনি থানার পুলিশ তাদের এই কাজের মাধ্যমে জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং নিষ্ঠার প্রদর্শন করলো। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে যাতে হারানো মোবাইলের মালিকরা তাঁদের ফোন সহজেই ফিরে পেতে পারেন।
পুলিশ প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এই ধরনের পদক্ষেপে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে বিশ্বাস আরও বাড়বে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের উদ্যোগ শুধু হারানো সম্পদ ফেরত পাওয়ার ব্যবস্থা করছে না, বরং জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।