বারাবনি: বারাবনির কাশিডাঙার নুনিয়া পাড়ায় শ্লীলতাহানির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরই বারাবনি থানার পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মহিলার অভিযোগ, বাড়ির সামনেই অপ্রীতিকর আচরণ!
পুলিশ সূত্রে খবর, গিরমিন্ট এলাকার এক মহিলা গতকাল বারাবনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, স্থানীয় যুবক রাকেশ পাসোয়ান (২৫) তার সঙ্গে জোরপূর্বক অশালীন আচরণ করে। ঘটনাটি বাড়ির সামনেই ঘটে বলে জানা গেছে।
অভিযুক্ত গ্রেফতার, মেডিক্যাল টেস্টের নির্দেশ
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বারাবনি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে প্রক্সি কেস দায়ের করে। পাশাপাশি, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, ঘটনার তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে পেশ, এলাকায় উত্তেজনা!
আজ অভিযুক্ত রাকেশ পাসোয়ানকে জেলা আদালতে তোলা হয়। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।