বারাবনি, ৯ মার্চ ২০২৫: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বারাবনির দোমহানি বাজার রথ পূজা কমিটি অবশেষে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এই মহাযজ্ঞ।
🙏 পুরী থেকে এলেন জগন্নাথ, কীর্তনে মুখরিত বারাবনি

বিগত ২০০৮ সাল থেকে মন্দিরে পূজা হলেও নানা কারণে মূর্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এবার সেই ইচ্ছা পূরণে ৫ মার্চ বারাবনি থেকে ২০ সদস্যের এক প্রতিনিধি দল পুরী রওনা দেন, আর আজ ৯ মার্চ দুপুর ১২টায় বারাবনি রেলগেটের কাছে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এলেন। ভক্তদের ঢাক-কীর্তনের মাঝে তাদের নিয়ে যাওয়া হলো একটি অস্থায়ী মন্দিরে।
🛕 মহোৎসবের প্রস্তুতি তুঙ্গে!

🌿 ৩ এপ্রিল: শুভ কলস যাত্রা
🌿 ৪ এপ্রিল: জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মহাপ্রতিষ্ঠা
🔰 রথযাত্রা কমিটির সদস্যবৃন্দ:

- উজ্জ্বল পান্ডে
- নিলয় কান্তি ঘোষ
- অমল নন্দী
- নরত্তম মুখার্জী
- অজয় দে
- রাজনারায়ণ চট্টোপাধ্যায়
- মাধব মাঝি
সাথে ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ যারা কীর্তন ও শোভাযাত্রার মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন।