বারাবনিতে ২০০ মিটার ঢালাই রাস্তার কাজ শুরু, উদ্বোধন করলেন অসিত সিং!

single balaji

বারাবনি, পশ্চিম বর্ধমান: বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা দোমহনি চণ্ডী মায়ের মন্দিরের সামনে অবশেষে উন্নয়নের আলো দেখল। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে, ২০০ মিটার ঢালাই রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হল।

🔰 রাস্তার উন্নয়নে প্রশাসনের সক্রিয় ভূমিকা

ankur biochem

দোমহনি গ্রামের মানুষ বারবার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির কাছে আবেদন জানান, অবশেষে প্রশাসন এই সমস্যার সমাধান করল। বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং নারকেল ফাটিয়ে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।

🛠️ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা:

north point school

🔹 বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি
🔹 পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা মার্ডি
🔹 দোমহনি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সাধুখা মণ্ডল
🔹 স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা

domohani chandi mandir road construction inauguration

🏗️ রাস্তা উন্নয়নে খুশি স্থানীয় বাসিন্দারা

Commercial shops for sale

অনেক বছর ধরে মন্দিরে যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় পুজো দিতে অসুবিধার সম্মুখীন হতেন ভক্তরা। এবার সেই সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন।

🗣️ কী বললেন জনপ্রতিনিধিরা?

পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বলেন, “আমরা মানুষের দাবির প্রতি শ্রদ্ধাশীল। রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হলে দোমহনির মানুষ অনেক স্বস্তি পাবেন।”

ghanty

Leave a comment