বারাবনিতে ৫০ লক্ষ টাকার বেশি বরাদ্দ, ADDA-র উন্নয়ন প্রকল্পের শিলান্যাস

unitel
single balaji

আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি (ADDA) রবিবার বারাবনির বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করল। এই প্রকল্পগুলির জন্য ৫০ লক্ষ টাকারও বেশি খরচ হবে বলে জানা গেছে।

ADDA-র চেয়ারম্যান কাবি দত্ত জানিয়েছেন, আমলাডিহ, ছোটি, কেলেজোড়া সহ বেশ কয়েকটি জায়গায় সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এই প্রকল্পগুলির জন্য আনুমানিক ৫০ লক্ষ টাকারও বেশি খরচ হতে পারে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

এই উপলক্ষে আসানসোল পৌরনিগমের মেয়র এবং বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের মধ্যে থেকেই তাঁদের প্রয়োজন মেটানোর ওপর জোর দেন। তাঁর নির্দেশ অনুসারে রাজ্য সরকার “মা, মাটি, মানুষ” আদর্শে সাধারণ মানুষের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ।

ghanty

Leave a comment