বুদবুদ: সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এক মহিলা কর্মীর উপর নৃশংস হামলা! বুদবুদের মানকর গ্রামীণ হাসপাতালে এক গ্রুপ-ডি মহিলা কর্মী দীপ্তি কোনা চৌধুরীকে কুপিয়ে হত্যার চেষ্টা করল দুষ্কৃতীরা। গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় দীপ্তি কোনাকে প্রথমে মানকর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতালের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক, নিরাপত্তাহীনতার অভিযোগ!
এই নৃশংস ঘটনার পর হাসপাতালের কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভঙ্গুর।
এক হাসপাতাল কর্মী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “হাসপাতালের মধ্যেই দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে, তাহলে আমরা আর কোথায় নিরাপদ? দিনের বেলায় এই ঘটনা ঘটতে পারে, তাহলে রাতের পরিস্থিতি কেমন হবে!”

দুপুরবেলা কোয়ার্টারে ঢুকে দুষ্কৃতীদের হামলা, তদন্তে পুলিশ
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরবেলা হাসপাতালের কোয়ার্টারে ঢুকে দুই দুষ্কৃতী দীপ্তি কোনার গলায় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়েই বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হাসপাতালের সুপার জানিয়েছেন, তাঁরা থানায় লিখিত অভিযোগ জানাবেন এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
হাসপাতালের মধ্যে দুষ্কৃতীদের হামলা – নিরাপত্তা নিয়ে প্রশ্ন!
এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে। দুষ্কৃতীরা কীভাবে অবাধে হাসপাতালের আবাসনে ঢুকে হামলা চালাল, সেই প্রশ্ন উঠছে। হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাঁদের নিরাপত্তার জন্য প্রশাসনের কড়া পদক্ষেপ প্রয়োজন, না হলে পরবর্তীতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে।