নিজস্ব সংবাদদাতা, আসানসোল: কলকাতার আর জি কর মেডিকেল কলেজে নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাের বিরুদ্ধে পতঞ্জলি যোগ প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আসানসোলে এক প্রতিবাদ মিছিল আয়োজন করেন। যোগ প্রশিক্ষকরা বলেন, “যদি এমন একটি ঘটনা একটি সরকারি স্থানে একজন নারী চিকিৎসকের সাথে ঘটতে পারে, তবে আমরা বিভিন্ন জায়গায় যোগ শেখাই এবং মানুষকে সুস্থ রাখতে বিভিন্ন যোগব্যায়াম করি। আমাদেরও উদ্বেগ রয়েছে। আমরা নারীরা চিন্তিত যে আমাদের সাথে এমন কিছু না ঘটে। তাই আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তা দাবি করছি। পাশাপাশি, নারীর ধর্ষণ ও হত্যার দোষীদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক এবং পরিবারকে ন্যায়বিচার প্রদান করা হোক। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এজন্য সঠিক শাস্তি নিশ্চিত করা হোক।”
আজ আমরা আসানসোলে এই বিষয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি, যেখানে ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধা নারীরাও উপস্থিত ছিলেন, যাদের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও এই ঘটনা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। শত শত নারী রাস্তায় নেমে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন।