নিজস্ব সংবাদদাতা : আসানসোলে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ শিল্প সেমিনার “Way to Go”, যা আয়োজন করছে Federation of South Bengal Chamber of Commerce and Industries (FOSBECCI)। এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে আসানসোল মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আসানসোল ক্লাব লিমিটেডের কনক্লেভ হলে অনুষ্ঠিত এই সেমিনারে উদ্যোক্তা সচেতনতা কর্মসূচি এবং বার্ষিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হবে।
বিশেষ পুরস্কার প্রদান:
- বঙ্গরত্ন পুরস্কার দেওয়া হবে পিনাকল ইনফোটেক সলিউশন-এর CEO বিমল পাটওয়ারি কে।
- দক্ষিণ বঙ্গরত্ন পুরস্কার পাবেন কোল মাইনস অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর বিশ্বদীপ দে।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা:
- FOSBEC-এর চেয়ারম্যান সুভাষ আগরওয়াল এবং সভাপতি আর পি খৈতান।
- সাধারণ সম্পাদক সচীন্দ্র নাথ রায় এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট স্বপন চৌধুরী।
- অনুষ্ঠানের চেয়ারম্যান নিকিলেশ উপাধ্যায়।
এই সেমিনারে আসানসোলের ব্যবসায়ী ও শিল্পপতিরা উপস্থিত থাকবেন এবং নতুন উদ্যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এছাড়া, সফল শিল্প উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি হিসেবে বার্ষিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।