আসানসোল, পশ্চিম বর্ধমান: কাশ্মীরে জিহাদি হামলায় হিন্দুদের নির্মম হত্যার বিরুদ্ধে ফুঁসে উঠল আসানসোল। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের (VHP) উদ্যোগে গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার স্থানীয় মানুষ ও পরিষদের কর্মী-সমর্থক সেই মিছিলে পা মেলান।
🇮🇳 প্রতিবাদের মূল সুর:
- মিছিলজুড়ে ‘পাকিস্তান মুর্দাবাদ’, ‘ভারত মাতা কি জয়’, ও ‘জিহাদ নিধন হোক’ স্লোগানে গর্জে ওঠে গোটা এলাকা।
- পাকিস্তানের জাতীয় পতাকা মাটিতে পিষে পুড়িয়ে দেওয়া হয়, যা ছিল প্রতীকী প্রতিবাদ।
- প্রতিবাদীদের চোখেমুখে ছিল রাগ, ক্ষোভ ও শোকের ছাপ।
- নিহত নিরপরাধ হিন্দুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের পরিবারের জন্য সমবেদনা জানানো হয়।
✊ বিশ্ব হিন্দু পরিষদের বার্তা:
পরিষদের নেতৃবৃন্দ বলেন—
“এই মিছিল শুধু প্রতিবাদের নয়, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দেশের প্রতি তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়ার উদ্যোগ।”
তাঁরা সরকারের কাছে দাবি তোলেন, কাশ্মীরে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
🔥 যুবশক্তির হুঁশিয়ারি:
মিছিলে অংশগ্রহণকারী যুবকরা বলেন,
“আর সইবো না। এবার জবাব চাই। পাকিস্তান ও দেশবিরোধী শক্তিকে উপড়ে ফেলতেই হবে।”