আসানসোলে ধামসা–মাদলের তালে আদিবাসী দিবসের মহা শোভাযাত্রা

single balaji

আসানসোল, ৯ আগস্ট।
আসানসোলে শুক্রবার পালিত হলো আদিবাসী দিবস এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে। সকাল থেকেই শহরের রাস্তায় শুরু হয় মহা শোভাযাত্রা, যেখানে ধামসা–মাদলের তালে তালে নেচে উঠলেন আদিবাসী সমাজের মানুষজন। রঙ-বেরঙের ঐতিহ্যবাহী পোশাক, মাথায় পালক, হাতে ঢাক–ঢোল আর লোকগানের সুরে শহর পেয়ে গেল এক উৎসবমুখর রূপ।

শোভাযাত্রা আশ্রম মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান পথ ঘুরে এসে রবীন্দ্র ভবন চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় শোনা যায় একতার বার্তা – “আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব”, “আদিবাসী ঐক্য জিন্দাবাদ”

এরপর রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে পরিবেশিত হয় আদিবাসী নৃত্য, লোকগান এবং ঐতিহ্যবাহী শিল্পকলার মনোমুগ্ধকর প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটক, উপ-মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, এমএমআইসি গুরুদাস চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

সকলেই আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি আগামী বছর থেকে আসানসোলে আদিবাসী মহোৎসব আরও বড় আকারে আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়।

শহরের মানুষ বলছেন, “এমন আয়োজন শুধু উৎসব নয়, আমাদের শিকড়ের প্রতি এক ভালোবাসার প্রকাশ।” সোশ্যাল মিডিয়ায় শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি-ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

ghanty

Leave a comment